অপ্রিয় সংলাপ | ঈদ ইত্যাদি ১৯৯৭ পর্ব

রাস্তাঘাটে চলতে ফিরতে কিংবা অফিস-আদালতে প্রায়ই আমরা যুক্তিময় কিছু উক্তির মুখোমুখি হই। যার যুক্তি আছে তবে ভিত্তি নেই। তেমনি দুটি খণ্ডচিত্র তুলে ধরা হয়েছিলো ১৯৯৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতে।

___________________________________
Enjoy & stay connected with us!