লালনগীতি - না জানি ভাব কেমন ধারা (আকলিমা ফকিরানি)

(সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, ময়মনসিংহ, ঢাকা কতৃক লালন আখড়া, ছেউরিয়া, কুষ্টিয়া'র একটি গানের দোকান হতে সংগ্রহকৃত।)

না জানি ভাব কেমন ধারা।
না জানিয়ে পাড়ি ধরে মাঝ-দরিয়ায় ডুবল ভারা।।

হরনাল করনাল মৃণালে
শুকনালে সু-ধারায় চলে
বিনা সাধনে এসে রণে
পুজি-পাট্টা হলাম হারা।।

সেই নদীর তিরধারা
কোন ধারে তার কপাট মারা
কোন ধারে তার সহজ মানুষ
সদাই করে চলাফেরা।।

অবোধ লালন বিনয় করে
এ কথা আর বলবো কারে
রূপদর্শন দর্পণের ঘরে
হ’লাম আমি পার হারা।।

Random Video