ইশতিয়াক আহমেদ রুমেল - তুমি যে ক্ষতি করলা আমার, আমার আল্লায় করবে তোমার বিচার

তুমি যে ক্ষতি করলা আমার,
আল্লায় করবে তোমার বিচার।
আমার, আল্লায় করবে তোমার বিচার।

তুমি অনেক দিন কান্দাইলা বন্ধু,
কান্দাও না বেশি আর,
আল্লায় করবে তোমার বিচার।
আমার, আল্লায় করবে তোমার বিচার।

আমি হইলাম তোমার বন্ধু,
তুমি হইলা কার?
হায়রে, তুমি হইলা কার?
তোমার জন্যে এত করলাম,
কি দাম দিলা, তুমি তার?
আল্লায় করবে তোমার বিচার।
আমার, আল্লায় করবে তোমার বিচার।

আমার ঘরে আগুন দিয়া,
তুমি হইলা বাইর,
সেই আগুন জ্বইলারে বন্ধু (হায়রে),
খুঁজি তোমায় বারে বার,
আল্লায় করবে তোমার বিচার।
আমার, আল্লায় করবে তোমার বিচার।