রমেশ শীল - ও ফরাজী ভাই গান-বাজনার মর্ম বুঝ না

ও ফরাজী ভাই গান-বাজনার মর্ম বুঝ না
খোদার ভাবে নাচ গানেতে দোষ কি আছে বল না।।

একদিন বিবি আয়েশা বহু নারী সঙ্গে নিয়ে গান করে,
শরার ভাবে হারাম বলে, বলে আবু বকরে,
তাতে রাসুলুল্লাহ (দঃ) জায়েজ দিল মিশকাত শরীফ দেখ না।

নাচতে নাচতে জিকির করলে দোষ কি তাতে হয়েছে,
যে যে ভাবে জিকির করতে খোদাতায়ালা বলেছে,
আল ইমরান সুরাতে আছে শেষ রুকুতে বর্ণনা।।

সুলতানপুরী বলে রমেশ নিত্য তারে ডাকা চাই;
যে সে ভাবে জিকির করতে বিচার বুদ্ধি কিছু নাই,
আমি খালি থলি কিসে পুরাই এই সে মনে ভাবনা।।

হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) বলেছেন যে একদা আমার স্বামী হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন। তখন আমার নিকটে দু'জন যুবতী গায়িকা বোয়াছ যুদ্ধের গান দফ বাজিয়ে ও হাতে তালি দিয়ে গাইতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অপর দিকে মুখ করে শুয়ে রইলেন। তখন হযরত আবু বকর (রাঃ)ঘরে প্রবেশ করলেন এবং আমাকে ধমক দিয়ে বললেন শয়তানের বাজনা রাসূলের নিকট। তখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর (রাঃ) কে লক্ষ্য করে বললেন এদেরকে ছেড়ে যাও বা এদেরকে গান গাইতে দাও। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য মনষ্ক হলে আমার ইঙ্গিতে তারা বাহির হয়ে গেল। (বোখারী শরীফ ১ম খন্ড ২৯১ পৃষ্ঠা)।