নেত্রকোণার দর্শকপর্বে ‘পিরিতি কাঁঠালের আঠা’ | ইত্যাদি নেত্রকোণা পর্ব ২০২৩

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক শিল্পী মলয় কুমার গাঙ্গুলী। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যিনি তার কণ্ঠ দিয়ে উজ্জীবিত করেছিলেন আমাদের মুক্তিযোদ্ধাদের। তাঁর রয়েছে অনেক জনপ্রিয় গান। ইত্যাদির দর্শকপর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান নেত্রকোণাকে নিয়ে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে ৪ জন দর্শক নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকদের সঙ্গে অংশগ্রহণ করেন নেত্রকোণার সন্তান, শিল্পী মলয় কুমার গাঙ্গুলী। দর্শকদের সঙ্গে নিয়ে তিনি পরিবেশন করেন তার গাওয়া অসংখ্য জনপ্রিয় গানের মধ্য থেকে চারটি গানের অংশবিশেষ। দর্শক ও শিল্পী মলয় কুমার গাঙ্গুলীর অংশগ্রহণের এই পর্বটি প্রথম প্রচারিত হয়েছিলো ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে প্রচারিত ইত্যাদিতে।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/tBaZZzUTWQI

___________________________________
Enjoy & stay connected with us!