লালনগীতি (দৈন্য গান) - কি হবে আমার গতি (আকলিমা ফকিরানি)

(সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, ময়মনসিংহ, ঢাকা কতৃক লালন আখড়া, ছেউরিয়া, কুষ্টিয়া'র একটি গানের দোকান হতে সংগ্রহকৃত।)

কি হবে আমারো গতি,
দয়াল কি হবে আমারো গতি,
কি হবে আমারো গতি।

কতই জেনে কতই শুনে,
ঠিক দাঁড়ায় না কোন প্রতি,
কি হবে আমারো গতি।।

কলার ডেগো সর্প হলো,
চামড়ার কাটোয়ায় গঙ্গ এল।।

এ সকল ও ভক্তির বল,
আমার নাই কোন বল ভক্তি।।

কি হবে আমারো গতি।।

যাত্রা-ভঙ্গ যে নাম শুনে,
সেহি বানর হনুমান্‌
নিষ্ঠাভক্তি রাম-চরণে,
সাধুর খাতায় তার সুখ্যাতি।।

কি হবে আমারো গতি।।

মেঘপানে চাতকের ধিয়ান,
অন্য জল সে করে না পান,
লালন বলে জগতে প্রমাণ,
ভক্তির জেষ্ঠ্য সেহি ভক্তি।।

কি হবে আমারো গতি।।

কতই জেনে কতই শুনে,
ঠিক দাঁড়ায় না কোন প্রতি,
কি হবে আমারো গতি।।