লালনগীতি - গুরুর চরণ অমূল্য ধন (গোলাপি ফকিরানি)

(সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, ময়মনসিংহ, ঢাকা কতৃক লালন আখড়া, ছেউরিয়া, কুষ্টিয়া'র একটি গানের দোকান হতে সংগ্রহকৃত।)

গুরুর চরণ অমূল্য ধন
বাঁধো ভক্তি রসে।
মানব জনম সফল হবে
গুরুর উপদেশে।।

হিংসা নিন্দা তমঃ ছাড়ো
মরার আগেতে মরো।
তবে যাবে ভবপারে
ঘুচবে মনের দিশে।।

ষোলকলা পূর্ণরতি
হতে হবে ভাবপ্রকৃতি।
গুরু দেবেন পূর্ণরতি
হৃদকমলে বসে।।

পারাপারের খবর জানো
মহর গুরুকে মানো।
লালন কয় ভাবছো কেন
পড়ে মায়ার ফাঁসে।।