লাইভ ঝগড়া-যেমন স্বামী তেমন স্ত্রী | ইত্যাদি নীলফামারী পর্ব ২০১৮

প্রযুক্তি আশীর্বাদ, আবার প্রযুক্তিই ফাঁদ। যেমন হিডেন বা গোপন ক্যামেরা। এটি আপনার জন্য হতে পারে মস্ত বিড়ম্বনা বা হয়রানির মাধ্যম। আবার ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার মাধ্যকে আজকাল সহজেই অপরাধীকে শনাক্ত করা যাচ্ছে। অন্যদিকে মোবাইল ক্যামেরার মাধ্যমে মুহূর্তেই ছবি তুলে বা ভিডিও করে ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেয়া যায়। ফলে আজকাল কেউ কেউ ক্যামেরা আতঙ্কেও ভোগেন। এই আতঙ্কের ধরণ-ধারণও আবার নানা কারনে ভিন্ন ও বিভিন্ন। তেমনি একটি বিষয় নিয়ে ২০১৮ সালের অক্টোবর মাসে প্রচারিত ইত্যাদির নীলফামারীর উত্তরা ইপিজেডে ধারণকৃত পর্বে একটি নাট্যাংশ করা হয়।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/K_mWVZYmkmE

___________________________________
Enjoy & stay connected with us!