তদবির বিশেষজ্ঞের বিশেষ সাক্ষাৎকার | ঈদ ইত্যাদি ২০১৮ পর্ব

তদবির অনেক পুরাতন সংস্কৃতি হলেও আমাদের দেশে এর প্রচলন এখন বেশ বেড়ে গ্যাছে। যখন নিয়ম-বহির্ভূত কিছু করতে হয় কিংবা যখন অনিয়মই নিয়ম হয়ে যায়, তখন অনেকেই ছোটেন এই অনিয়মের পেছনে। আর সেই অনিয়মের একটি অন্যতম পন্থা এই তদবির। এই তদবিরে অনেকের তকদির বা ভাগ্য ফেরে। আর এই সুযোগ গ্রহণ করে পদ-পদবি-পদক লাভ করে কিছু অযোগ্য ও বিতর্কিত মানুষ। শত বিতর্কেও যাদের লজ্জাবোধ হয় না। অবশ্য এদের নিয়ে মানুষের হাস্যরসেরও শেষ নেই। ২০১৮ সালে জুন মাসে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতে একজন ‘তদবির বিশেষজ্ঞের’ সাক্ষাৎকারের উপর একটি নাট্যাংশ প্রচারিত হয়েছিল।

Ityadi Eid-ul-fitr episode 2018: https://youtu.be/GUnApsv2WJc

___________________________________
Enjoy & stay connected with us!