‘ঐ এক দিনইতো’ নানা কোন দিনের কথা বলছেন? | ঈদ ইত্যাদি ১৯৯৭ পর্ব

চলমান নিয়মেই দিন আসে দিন যায়, এভাবেই বছর শেষ হয়, তবে সবার কাছে বছরের সব দিন সমান নয়। কিছু কিছু দিন আবার ধর্মীয়, জাতীয় বা ব্যক্তিগত কারণে বিশেষ দিন হয়ে থাকে। কেউ কেউ আবার বছরের অন্যান্য দিন যা করে, বিশেষ দিনে তা না করার অঙ্গীকার রাখে ধরে। যেমন ইত্যাদির নানা। বিভিন্ন কারণে প্রতিদিনই নানা নাতির উপর চড়ে থাকলেও, বিশেষ দিনে নাতির সঙ্গে ভালো ব্যবহারের অঙ্গীকার করে। তবে নাতির নানান প্রশ্নবানে জর্জরিত নানা তার প্রতিজ্ঞা রক্ষা করতে পারবে কি পারবে না, তা নিয়েই ১৯৯৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদির এই নানা-নাতির পর্বের অবতারণা।

___________________________________
Enjoy & stay connected with us!