ঢং দেখে আর বাঁচি না | ঈদ ইত্যাদি ১৯৯৭ পর্ব

কর্মসংস্থানের সুযোগ, স্বাস্থ্য-শিক্ষা ও আর্থসামাজিক বিভিন্ন সুবিধাসহ বিলাসবহুল নাগরিক জীবনের প্রতি আকৃষ্ট হয়ে প্রতিদিনই অসংখ্য মানুষ শহরমুখী হচ্ছেন। শিকড় ছেড়ে আসা এসব মানুষের মধ্যে অনেকেই দীর্ঘ পথ অতিক্রম করে, কেউবা আবার খুব অল্পতেই শিখরের দেখা পান। আর তখনই এদের মধ্যে অনেকে ইচ্ছাকৃতভাবে বা অজান্তে নিজের শিকড় ভুলে যায়। নিজের শিকড় ছেড়ে শহরে গিয়ে শিখরে উঠে তেমনি এক ভদ্রমহিলা ঘুরতে এসেছেন গ্রামে, চলুন দেখি তিনি পরেন কিসের কিসের প্রেমে? চিত্রনায়ক নাদিম হায়দার ও চিত্রনায়িকা কাজল অভিনীত এই নাট্যাংশটি ১৯৯৭ সালের ফেব্রুয়ারি মাসে ঈদের বিশেষ ইত্যাদিতে প্রচারিত হয়।

___________________________________
Enjoy & stay connected with us!