ভুল সবই ভুল | ইত্যাদি নেত্রকোণা পর্ব ২০২৩

সন্তান জন্মদানের পর তাকে আদর, শাসন, শিক্ষার মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা প্রতিটি মা-বাবারই অন্যতম দায়িত্ব। কারণ পরিবার হচ্ছে শিশুর প্রথম পাঠশালা। আর সব বাবা-মা’ই সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকেন। তবে প্রজন্মের ব্যবধান, তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান উন্নয়ন কিংবা নানান পারিপার্শ্বিক কারণে এখনকার অভিভাবকদের মতামত সন্তানরা তেমন গ্রহণ করতে চান না। সন্তানদের মতে অভিভাবকরা পুরনো ধ্যান-ধ্যারণার, তারাই লেটেস্ট, তারাই সঠিক। ফলে সৃষ্টি হয় পারিবারিক দ্বন্দ্ব। স্বামী স্ত্রীর কথা শোনেন না, আবার স্ত্রী স্বামীর কথা শোনেন না-এসব দেখে সন্তানরাও যেমন তাদের মতামতকে অগ্রাহ্য করে, তেমনি মোবাইলের দৌরাত্ম্যে পৃথিবী হাতের মুঠোয় আসায় ক্ষেত্র-বিশেষে তারা হয়ে উঠছে বেপরোয়া। এই বিষয়ের উপরেই ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে প্রচারিত ইত্যাদির নেত্রকোনা পর্বে একটি নাট্যাংশ প্রচার করা হয়।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/tBaZZzUTWQI

___________________________________
Enjoy & stay connected with us!