কান্নাও যখন সুরে সুরে | ঈদ ইত্যাদি ১৯৯৭ পর্ব

আমাদের সংগীতের ঐতিহ্য বেশ দীর্ঘ। এর আছে এক দৃঢ় আর বিস্তৃত ভিত্তি ও পদ্ধতি। তবে আজকাল অনেক সংগীতে পাশ্চাত্য বাদ্যযন্ত্রের অতিব্যবহার এবং যন্ত্র কৌশলের কারণে ক্ষেত্রবিশেষে সেসব হয়ে উঠে যন্ত্রণা সংগীত। এসবকে ব্যঙ্গ করে মানুষের যন্ত্রণাকে যন্ত্রের মাধ্যমে বশে এনে ১৯৯৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রচারিত ঈদের ইত্যাদিতে একটি মিউজিক্যাল পর্ব করা হয়। যা শ্রবণে এবং দর্শনে যেমন আকর্ষণীয়, তেমনি সেসময় জনপ্রিয়ও হয়েছিলো বটে।


___________________________________
Enjoy & stay connected with us!