বিদেশিদের অভিনয়ে যৌথ পরিবার ও জমজমাট নাচ-গান | ঈদ ইত্যাদি ২০১৮ পর্ব

এক সময় গ্রাম বা শহরে অনেক যৌথ পরিবার দেখা যেত। যে পরিবারে ছিলো অনেক সুখ-স্বাচ্ছন্দ্য, একে অপরের প্রতি অগাধ ভালোবাসা ও আদর-স্নেহ। সেই পারিবারিক সম্পর্ক এখন খণ্ডিত হয়ে যাচ্ছে। ফলে আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি আমাদের পারিবারিক ঐতিহ্য, যৌথ পরিবারের সুবিধা এবং সামাজিক বন্ধন। আর যৌথ পরিবারগুলো ভাঙ্গনের মুখে পড়লেই প্রশ্ন উঠে ভাগাভাগির। আর এই ভাগাভাগি করতে গিয়ে রান্নার হাঁড়ি থেকে শুরু করে সবকিছুই ভাগ করতে হয়। তখনই প্রশ্ন উঠে উপার্জন অক্ষম বাবা-মা’র ভবিষ্যৎ কি হবে? তারা কার কাছে থাকবেন? কি করবেন? ইত্যাদি। এইসব বিষয় তুলে ধরে তার সমাধান করার মাধ্যমে সবাইকে একসঙ্গে থাকার আহ্বান জানিয়ে ২০১৮ সালে জুন মাসে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতে বিদেশিদের দিয়ে একটি অসাধারণ পর্ব করা হয়। সেখানে তাদের দিয়ে তাদের মাতৃভাষার বদলে বাংলা ভাষায় একটি বক্তব্যধর্মী নাটিকা করা হয়। যার পরিসমাপ্তি ঘটে চমৎকার একটি মেসেজের মাধ্যমে। শেষে ছিলো বাংলা ছায়াছবির একটি জনপ্রিয় গানের সাথে বিদেশিদের নৃত্য।

গান: আকাশেতে লক্ষ তারা...
কথা: মিল্টন খন্দকার।
সংগীতায়োজন: আলম খান।
কণ্ঠ: এন্ড্রু কিশোর ও রিজিয়া পারভীন।
ছায়াছবি: কুলি।

**********
পুনঃসংগীতায়োজন: মেহেদি।
কণ্ঠ: কমল ও তানজিনা রুমা।
নৃত্য পরিচালনা: মামুন।


Eid-ul-fitr episode 2018: https://youtu.be/GUnApsv2WJc
Behind the scene: https://youtu.be/Z1mya-6jgVM

___________________________________
Enjoy & stay connected with us!