বিএনপির চতুর্থ দফা অবরোধ: ভোগান্তি – অনিশ্চয়তায় টার্মিনালে আটকে পড়েছেন অনেক যাত্রী

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে রোববার ভোর ছয়টা থেকে।

বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধের প্রথম দিনে ঢাকার গাবতলি বাস টার্মিনালে সকালে অনেকগুলো দূর পাল্লার বাস কাউন্টার খোলা থাকলেও যাত্রী নেই।

যদিও বেলা বাড়ার সাথে সাথে কিছু যাত্রী টার্মিনালে আসতে থাকেন। কিন্তু দূর পাল্লার বাস চলাচল বন্ধ থাকায় অনেকে ফিরে যান, আবার অনেকে রাত পর্যন্ত টার্মিনালেই অপেক্ষার সিদ্ধান্ত নেন।

বাস অপারেটররা জানান, সকাল ৯টার দিকে অল্প যাত্রী নিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে একটি মাত্র বাস ছেড়ে গেছে। অন্যান্য দিনে এই সময়ের মধ্যে প্রায় ৪০-৫০টি বাস বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায়।

চতুর্থ দফার এই অবরোধ শুরুর আগে শনিবার রাতে ও রবিবার ঢাকা ও এর আশেপাশেসহ ১০টি স্থানে যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

*******************************************
বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।
এখানে আপনি দেখতে পাবেন দেশ ও দেশের বাইরের সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, বিবিসি নিউজ বাংলার টিভি অনুষ্ঠান প্রবাহ এবং বাংলাদেশ ট্রেন্ডিং-এর সকল পর্ব। নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
ওয়েবসাইট: https://www.bbc.co.uk/bengali​​​
ফেসবুক: https://facebook.com/BBCBengaliServic...
টুইটার: https://twitter.com/bbcbangla

#BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews