মোবাইল জমা রেখে ঘুষ প্রদান | ঈদ ইত্যাদি ২০১৮ পর্ব

ঘুষ দেয়া বা নেয়া বর্তমান সমাজে যেন এক অনিবার্য পরিণতির নাম। ঘুষ ফাইলের গতিশীলতা বাড়ায়। যেখানে ঘুষ নেই সেখানে নেই কর্মস্পৃহা, উদ্যোম। ঘুষ মানেই গতি। এই ঘুষ কেউ ওপেনে, কেউবা গোপনে খায়। কেউ আবার ঘুষ খেতে গিয়ে ভাইরাল হয়। আজকাল টেকনোলজির বিভিন্ন ব্যবহারের কারণে তাই অনেকেই ঘুষ গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন সাবধানতা অবলম্বন করে থাকেন। তেমনি একটি চিত্র তুলে ধরা হয়েছে ২০১৮ সালে জুন মাসে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদির এই নাট্যাংশে।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/GUnApsv2WJc

___________________________________
Enjoy & stay connected with us!