‘নৈসর্গিক শোভা নেত্রকোণা’ - দুই শতাধিক নৃত্যশিল্পীর মনোমুগ্ধকর নৃত্য | ইত্যাদি নেত্রকোণা পর্ব ২০২৩

যতদূর চোখ যায় কেবল সবুজ আর সবুজ, মাঝখানে স্বচ্ছ নদীর পানি, উপরে নীল আকাশ আর নীচে সবুজ পাহাড়ে মেঘের আলিঙ্গন, দিগন্ত জোড়া হাওর-সব মিলিয়ে যেন প্রকৃতির এক অপরূপ স্বর্গরাজ্য নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিজয়পুর এলাকা। এখানকার বাঙালি ও বিভিন্ন নৃগোষ্ঠীর মধ্যে জাতিগত সম্প্রীতি অনুকরণীয়। বিভিন্ন কবি সাধকদের গানে মুখরিত এ অঞ্চল। নেত্রকোণার এমনি নানান বৈশিষ্ট্য নিয়ে বরেণ্য গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা একটি গানের গঙ্গে নৃত্য পরিবেশন করেন নেত্রকোণার স্থানীয় দুই শতাধিক গারো, হাজং এবং বাঙালি নৃত্যশিল্পী। নাচটি ধারণ করা হয়েছে দুর্গাপুরেরই কিছু মনোরম লোকেশানে। যা ছিলো মনোমুগ্ধকর। ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে প্রচারিত ইত্যাদির নেত্রকোনা পর্বে নাচটি প্রথম প্রচারিত হয়।

গান: নৈসর্গিক শোভা নেত্রকোণা...
কথা: মোহাম্মদ রফিকউজ্জামান
সুর: হানিফ সংকেত
সংগীতায়োজন: মেহেদি
হাজং ভাষায় অনুবাদ: সুজন হাজং
নেপথ্য কণ্ঠ: পুলক, তানজিনা রুমা, মোমিন বিশ্বাস ও নোশিন তাবাসসুম স্মরণ
নৃত্য পরিচালনা: মালা মার্থা আরেং।
নির্মাণ: ফাগুন অডিও ভিশন।
পরিকল্পনা ও নির্দেশনা: হানিফ সংকেত।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/tBaZZzUTWQI

___________________________________
Enjoy & stay connected with us!