ভিক্ষুকের ভিজিটিং কার্ড | ঈদ ইত্যাদি ২০১৮ পর্ব

অসহায় মানুষ যেমন পেটের দায়ে ভিক্ষা করে, তেমনি একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন কায়দা-কানুন করে ভিক্ষাবৃত্তিকে নিজেদের জন্য লাভজনক বৃত্তিতে পরিণত করেছে। সব ধরনের শারীরিক সুস্থতা থাকা সত্ত্বেও শুধু পরিশ্রম করার মানসিকতার অভাবে ভিক্ষাবৃত্তির আশ্রয় নেয় এমন ভিক্ষুকের সংখ্যাও অনেক। তবে ‘ভিক্ষুকমুক্ত বাংলাদেশ’ যেমন সবাই গড়তে চাই, তেমনি অনেকেই আছেন যারা তাদের বিভিন্ন প্রয়োজনে ভিক্ষুকদের খোঁজেন। বিশেষ করে, আপনজন মারা গেলে অনেকে ভিক্ষুকদের খাওয়ান, এছাড়াও রোজায় ইফতার, যাকাত-ফেতরা দান করাসহ বিভিন্ন উপলক্ষে অনেকে ভিক্ষুক খোঁজেন। তবে সবসময় চাইলেই একসাথে অনেক ভিক্ষুক পাওয়া কষ্টকর। এটা যেমন দাতারা জানেন, তেমনি ভিক্ষুকরাও জানেন। ফলে দুই ভিক্ষুক নিয়েছেন একটি অভিনব পন্থা। তবে কি সেই পন্থা সেটি ২০১৮ সালে জুন মাসে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদির এই নাট্যাংশটি দেখলেই বুঝতে পারবেন।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/GUnApsv2WJc

___________________________________
Enjoy & stay connected with us!