একই গানে অপূর্ব, মোনালিসা, মম ও ফেরদৌস | ঈদ ইত্যাদি ২০১৮ পর্ব

সামাজিক বিভিন্ন সমস্যার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করার জন্য ইত্যাদির প্রায় প্রতি পর্বেই বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরা হয় কখনো প্রতিবেদনে, কখনো নাটিকায়, কখনো আবার গানে গানে-সুরে সুরে কিংবা নৃত্যে।
ইদানিং একটি বিষয় লক্ষণীয়, আর তা হচ্ছে-আমাদের দেশের এক শ্রেণির অসুস্থ মানসিকতার মানুষের হাতে ঘরে-বাইরে, কর্মস্থলে, গণপরিবহনে, পথে-ঘাটে নানাভাবে হেনস্থা হতে হয় নারীদের। ‘এই সমাজের নারী’র সংশয় এবং যানবাহনে-উৎসবে-মিছিলে তাদের বর্তমান দুরবস্থার চিত্রের পাশাপাশি টিভি সিরিয়ালের নেতিবাচক প্রভাব তুলে ধরা হয় ২০১৮ সালে জুন মাসে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতে নৃত্য-গীত-ছন্দ-সুরে, পুরো গানটি জুড়ে।
জনপ্রিয় অভিনয় তারকা ফেরদৌস, অপূর্ব, মম এবং মোনালিসাকে দিয়ে দুটি বহুশ্রুত জনপ্রিয় বাংলা গানের সাথে সেসময়কার কথা আর তার বর্তমান রূপ কেমন সেটিই তুলে ধরা হয় নৃত্য-গীতের মাধ্যমে। এই চার তারকার সাথে নৃত্যে অংশগ্রহণ করেছেন অর্ধশতাধিক নৃত্যশিল্পী। সংগীত পরিচালনা করেছেন মেহেদি, নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম মুকুল ও মামুন।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/GUnApsv2WJc

___________________________________
Enjoy & stay connected with us!