দলের নাম ‘আইলাম আর গেলাম’ | সাদেক বাচ্চু | ঈদ ইত্যাদি ১৯৯৭ পর্ব

আমরা জানি, যথাযথ স্থানে যথাযোগ্য ব্যক্তি অধিষ্ঠিত না হলে সমাজে মঙ্গলের পরিবর্তে অমঙ্গলই বেশি হয়। কারণ সব জিনিস এবং বিষয়ের মর্যাদা সব মানুষের বোঝার ক্ষমতা বা দক্ষতা এক থাকে না। তেমনি হঠাৎ যখন কোন অশিক্ষিত ধনী ব্যক্তি অর্থ প্রতিপত্তির প্রতাপে, প্রভাব বিস্তার করে সমাজের উচ্চ পদে প্রতিষ্ঠিত হতে চায়, তখন কি অবস্থা হয়? এর উপর ভিত্তি করেই ১৯৯৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতে একটি নাট্যাংশ করা হয়েছিলো। আর এতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু।

___________________________________
Enjoy & stay connected with us!