অভিনব মডার্ন লুঙ্গি | ঈদ ইত্যাদি ১৯৯৭ পর্ব

ঈদ এলে জমে উঠে ঈদের বাজার। ঈদকে ঘিরে ক্রেতাদের চাপে অনেক বিক্রেতারই দম ফেলার ফুসরত মেলে না। বিক্রেতা চান যে করেই হোক ক্রেতাকে ধরতে এবং বিক্রি করতে, অন্যদিকে ক্রেতাও চান তার পছন্দের জিনিসটি চিনতে এবং কিনতে। তবে সব চাওয়া-পাওয়াই যে সবসময় সবার পূরণ হয়, তা কিন্তু নয়। তেমনই একটি বিষয় নিয়ে ১৯৯৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতে একটি নাট্যাংশ করা হয়েছিলো।

___________________________________
Enjoy & stay connected with us!