এক নজরে মুন্সীগঞ্জ | ইত্যাদি মুন্সীগঞ্জ পর্ব ২০২৩

ইতিহাস আর ঐতিহ্যের সুন্দর সমন্বয়ের এক অপূর্ব লীলাভূমি মুন্সীগঞ্জ। সংস্কৃতির নানা শাখা-প্রশাখায় যেমন এ জেলার সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে তেমনি এই জেলায় জন্মেছেন বিশ্বখ্যাত অনেক কীর্তিমান মানুষ। ২০২৩ সালের জুলাই মাসে প্রচারিত ইত্যাদি ধারণ করা হয় মুন্সীগঞ্জ জেলা সদরে ইছামতি নদীর তীরে ইদ্রাকপুরে অবস্থিত মোগল স্থাপত্যের ঐতিহ্যবাহী প্রত্ন নিদর্শন ইদ্রাকপুর কেল্লার সামনে। অনুষ্ঠানের শুরুতেই অসংখ্য দর্শনীয় স্থানের মর্যাদা ধন্য প্রত্ন নগরী মুন্সীগঞ্জের উপর একটি তথ্যবহুল প্রতিবেদন প্রচার করা হয়।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/IMzROjrQ4l0

___________________________________
Enjoy & stay connected with us!