নীলের কুঠি-নীল খামারি-নীলফামারীর নৃত্য | ইত্যাদি নীলফামারী পর্ব ২০১৮

ইত্যাদি যখন যেখানে অনুষ্ঠান করতে যায়, সেখানকার স্থানীয় শিল্পীদের সম্পৃক্ত করে তাদের দিয়ে বিভিন্ন পর্ব করায়। এই উদ্যোগের ফলে স্থানীয় শিল্পীরা যেমন উৎসাহিত হয়, তেমনি নাচ-গানেও বৈচিত্র্য আসে। সবচেয়ে বড় কথা বিভিন্ন অঞ্চলের উল্লেখযোগ্য বিষয় নিয়ে রচিত ইত্যাদির এসব গান-নাচ স্থানীয়রা পরবর্তীতে ঐ জেলার গান হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করে থাকেন। বলা যায় সেই গানটি জেলার থিম সং হয়ে যায়।
তবে ২০১৮ সালের অক্টোবর মাসে প্রচারিত ইত্যাদির নীলফামারী পর্বে একটু ব্যতিক্রম ছিলো। কারণ উত্তরা ইপিজেডের নৃত্যে অংশগ্রহণ করেন এক দল শ্রমজীবি মানুষ। কোন ধরণের পূর্ব অভিজ্ঞতা না থাকায় এসব শিল্পীদের বেশ কয়েকদিন ধরে রিহার্সেল করাতে হয়। তবে আনন্দের বিষয় হচ্ছে, শ্রমজীবি নারীদের দিয়ে নাচ করানো অনেক কষ্টসাধ্য হলেও তাদের পরিবেশিত নাচটি দেখে যে কারোরই মনে হবে পেশাদার নৃত্যশিল্পীদের নাচ।

গান: নীলের কুঠি নীল খামারি...
কথা: মোহাম্মদ রফিকউজ্জামান
সুর: হানিফ সংকেত
সংগীতায়োজন: মেহেদি
কণ্ঠ: আবু বকর সিদ্দিকী, ফারুক ভুইয়া ও রিয়াদ
নৃত্য পরিচালনা: মোহাম্মদ রাব্বি আল কাওসার রাজু।
নির্মাণ: ফাগুন অডিও ভিশন।
পরিকল্পনা ও নির্দেশনা: হানিফ সংকেত।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/K_mWVZYmkmE

___________________________________
Enjoy & stay connected with us!