তারকাদের ভিন্ন চেহারা | ঈদ ইত্যাদি ১৯৯৭ পর্ব

আমাদের দেশে খুব কম মানুষই আত্মসমালোচনা করার সাহস দেখাতে পারেন। বিশেষ করে বর্তমান অভিনয় শিল্পীদের অধিকাংশই আত্মসমালোচনাতো করেনই না, উল্টো আত্মতুষ্টিতে ভোগেন। কেউ তাদের ভুল ধরিয়ে দিতে গেলে বা সমালোচনা করলে, এইসব তথাকথিত তারকাদের কাছ থেকে তিরস্কৃত হতে হয়। দেশে এখন অনেক টেলিভিশন চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম, ইউটিউব চ্যানেল হওয়ার কারণে এরা শ্যুটিং নিয়ে এতই ব্যস্ত থাকেন যে- নিজেদের কাজ নিজেরাই পরে আর দেখার সময় পান না। ফলে বুঝতে পারেন না কোথায় তার ত্রুটি ছিলো, কোন ডায়লগ কিভাবে ডেলিভারি দিলে আরো ভালো হতো। যার কারণে আমাদের দেশের নাটক বা সিনেমার মান কমতে কমতে তলানিতে এসে ঠেকেছে। আর অধিকাংশ অভিনয় শিল্পীই তারা হয়ে জ্বলে ওঠার আগেই নিভে যান।
তবে আগেকার দিনে এমন অবস্থা ছিলো না, তখনকার অভিনয় শিল্পীরা নিজেদের কাজ নিজেরা দেখে, নিজেদের আত্মসমালোচনা করতেন, ভুলত্রুটি শুধরে নিতেন। ফলে তাঁরা সেই সময় থেকে এখন পর্যন্ত দর্শকদের মনে তারকার অবস্থানেই আছেন। এমনই কজন তারকা অভিনয় শিল্পী আজিজুল হাকিম, শহিদুজ্জামান সেলিম, জাহিদ হাসান, আফসানা মিমি, শমী কায়সার, বিপাশা হায়াতকে নিয়ে ১৯৯৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে একটি ব্যতিক্রমধর্মী আত্মসমালোচনামূলক পর্ব করা হয়। যেখানে তারকারা তাদের নিজেদের ভুলত্রুটি নিয়ে দর্শকদের মুখোমুখি হয়েছিলেন।


___________________________________
Enjoy & stay connected with us!