ইসরায়েলের লক্ষ্য এখন গাজার হাসপাতাল

#gaza #israel #hamas #unitednations


গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার মূল লক্ষ্যবস্তু এখন সেখানকার হাসপাতালগুলো।

সংঘাত শুরু হওয়ার পর থেকে এসব হাসপাতালে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ।

ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বেশ কিছুদিন ধরেই গাজার মধ্যাঞ্চলের আল কুদস হাসপাতাল খালি করার জন্য বলছে।

গত কয়েকদিনে একাধিকবার এই হাসপাতাল খালি করতে সতর্ক করেছে তারা।

গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা খালি করার জন্যও নির্দেশনা দিয়েছে আইডিএফ।

ঐ হাসপাতালে হাজার খানেক রোগীর পাশাপাশি প্রায় ৫৫ হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে।

আল শিফা হাসপাতাল কর্তৃপক্ষও জানিয়েছে তাদের পক্ষে এই হাসপাতাল খালি করা সম্ভব নয়।

আইডিএফ বলছে, হাসপাতালকে কেন্দ্র করে হামাস তাদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে।

তাই তারা হাসপাতাল খালি করার নির্দেশ দিচ্ছে।

তাদের দাবি, হামাস যোদ্ধারা হাসপাতালে লুকিয়ে রয়েছে এবং হাসপাতালে থাকা জ্বালানি ব্যবহার করে তারা ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

বিশেষ করে আল শিফা হাসপাতালের নিচে হামাসের টানেলের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে বলে দাবি করছে তারা।


*******************************************
বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।
এখানে আপনি দেখতে পাবেন দেশ ও দেশের বাইরের সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, বিবিসি নিউজ বাংলার টিভি অনুষ্ঠান প্রবাহ, ক্লিক এবং বাংলাদেশ ট্রেন্ডিং-এর সকল পর্ব। নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
ওয়েবসাইট: https://www.bbc.co.uk/bengali​​​
ফেসবুক: https://facebook.com/BBCBengaliServic...
টুইটার: https://twitter.com/bbcbangla

#BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews