খাবারের সেলফি তোলার জন্য বাচ্চাকে খেতে না দেয়া | ইত্যাদি নেত্রকোণা পর্ব ২০২৩

ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে এখানে যতটা না সামাজিক যোগাযোগ রক্ষা করা হয়, তার চেয়ে অনেক বেশি করা হয় শো অফ। এই শো অফের দুনিয়ায় পাল্লা দিতে সপ্তাহে একদিন হলেও বড় বড় রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করে, মাল্টিপ্লেক্সে মুভি দেখে, ধার করে হলেও দেশের বিভিন্ন স্থানে ঘুরতে গিয়ে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে অনেকেই তাদের মানসম্মান রক্ষা করেন। শো অফের দুনিয়ায় নিজের স্ট্যাটাস বজায় রাখতে এক দম্পতি তাদের মেয়েকে নিয়ে গেছেন একটি রেস্টুরেন্টে, তারপর কি ঘটলো সেখানে, দেখুন এই নাট্যাংশে। নাট্যাংশটি প্রথম প্রচারিত হয় ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে প্রচারিত ইত্যাদির নেত্রকোনা পর্বে।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/tBaZZzUTWQI

___________________________________
Enjoy & stay connected with us!