নেত্র জুড়ে নেত্রকোণা | ইত্যাদি নেত্রকোণা পর্ব ২০২৩

অসংখ্য নদী, হাওর-বাঁওড়, সমতল ভূমি এবং পাহাড়বেষ্টিত বৈচিত্র্যময় ভূ-প্রকৃতির একটি বিস্তীর্ণ জনপদ নেত্রকোণা। গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত নেত্রকোণা জেলায় এলে মুগ্ধ হবেন যে কেউ। সমৃদ্ধ এ জনপদের পরতে পরতে ছড়িয়ে আছে নৈসর্গিক সব সৌন্দর্য। বর্ষাকালে নেত্রকোনার বিস্তীর্ণ নিম্নাঞ্চলে হাওরের সৃষ্টি হয়। এ সময় হাওরের সৌন্দর্য অপরূপ রূপ ধারণ করে। বর্ষায় যেন সমুদ্রের ঢেউ, আর শীতে থাকে মাঠ ভরা ফসল। শুধু ভৌগোলিক বা প্রাকৃতিক সৌন্দর্যই নয়, ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের অনন্য সম্ভারের মেলবন্ধন নেত্রকোণার রয়েছে বৈচিত্র্যময় ইতিহাস। আমাদের মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এ জেলার রয়েছে গৌরবময় ইতিহাস। ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে প্রচারিত ইত্যাদির নেত্রকোণা পর্বে নেত্রকোণার ইতিহাস-ঐতিহ্য, প্রত্ননিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত কয়েকটি স্থানকে তুলে ধরে সংক্ষিপ্ত পরিসরে একটি প্রতিবেদন প্রচার করা হয়।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/tBaZZzUTWQI

___________________________________
Enjoy & stay connected with us!