হাঁটার জন্য লাইসেন্স | ইত্যাদি নেত্রকোণা পর্ব ২০২৩

যত্রতত্র রাস্তা পারাপার ঠেকাতে ফুটওভার ব্রিজ, দুই সড়কের মাঝখানে লোহার বেড়া বা কাঁটাতারের বেড়া দিয়েও কাজ হয়নি। এমনকি কয়েকটি ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়ি লাগানোর পরও এই প্রবণতা ঠেকানো যায়নি। যত্রতত্র রাস্তা পারাপার না হয়ে নির্ধারিত জেব্রাক্রসিং, ফুটওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহারের জন্য পথচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঝে মাঝেই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। তখন রাস্তা পারাপারে জেব্রাক্রসিং, ফুটওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার বেড়ে যায়। কিন্তু যখনই এসব বন্ধ হয়ে যায় আবার শুরু হয় যত্রতত্র রাস্তা পারাপার। এর ফলে প্রায়শই ঘটছে মারাত্মক দুর্ঘটনা। ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে প্রচারিত ইত্যাদির নেত্রকোনা পর্বের এই নাট্যাংশে দেখা গেলো জনৈক সচেতন ব্যক্তি যত্রতত্র রাস্তা পারাপার বন্ধে, গাড়ির মত মানুষেরও লাইসেন্সের ব্যবস্থা করার কথা বলেন। ট্রাফিক আইন না মানলে গাড়ি কিংবা ড্রাইভারের যেমন আইন অনুযায়ী ফাইন হয়, তেমনি যারা নিয়ম না মেনে রাস্তায় চলাচল করে তাদেরও লাইসেন্স বাতিল কিংবা তাদের নামে মামলা করতে হবে। তাহলেই সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/tBaZZzUTWQI

___________________________________
Enjoy & stay connected with us!