একই মঞ্চে, একই গানে- কুদ্দুস বয়াতি ও ইসলাম উদ্দিন পালাকার | ইত্যাদি নেত্রকোণা পর্ব ২০২৩

নেত্রকোণার রয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। লোকসংস্কৃতির নানা আচার অনুষ্ঠানের সঙ্গে এ অঞ্চলের মানুষের রয়েছে নিবিড় সম্পর্ক। স্থানীয় বিভিন্ন লোকাচার ও সামাজিক কর্মকাণ্ডকে ঘিরে গড়ে উঠেছে এ অঞ্চলের লোকসংস্কৃতির বিশাল ভান্ডার। বাউল-বয়াতি-পালাকারদের গানে মুখরিত অঞ্চল এই নেত্রকোণায় একসময় বিভিন্ন বাড়িতে বাড়িতে বাউল গান, পিরালী গান, মুর্শিদী গান, গাজীর গীত, যাত্রাগান, কবিগানসহ বিভিন্ন ধরণের গানের আসর বসতো। নেত্রকোণা অঞ্চলের এই বৈচিত্র্যময় গানের ভান্ডার থেকে দুটো গানের অংশবিশেষ নিয়ে গত ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে প্রচারিত ইত্যাদির নেত্রকোনা পর্বে একটি গান পরিবেশন করেন মাটি ও মানুষের শিল্পী কুদ্দুস বয়াতি ও ইসলাম উদ্দিন পালাকার। গানটিতে তাদের সঙ্গে অংশগ্রহণ করেন নেত্রকোণার কয়েকজন স্থানীয় শিল্পী। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদি।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/tBaZZzUTWQI

___________________________________
Enjoy & stay connected with us!