নেত্রকোণায় নেত্র জুড়ানো সাদা মাটির পাহাড় | ইত্যাদি নেত্রকোণা পর্ব ২০২৩

প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি নেত্রকোণার বিজয়পুর-বাংলাদেশের খনিজ সম্পদের অন্যতম খনিজ অঞ্চল। এখানকার চীনামাটির খনির বুক চিরে বয়ে গেছে সবুজ ও নীলাভ স্বচ্ছ পানির কৃত্রিম হ্রদ। গাছ-পাহাড় আর সাদা মেঘের ছায়া-প্রতিচ্ছায়ায় হ্রদগুলো এক বিস্ময়কর রূপ ধারণ করে। স্বচ্ছ পানি আর ধু ধু বালুচরের জন্য বিখ্যাত সোমেশ্বরী নদীও এখানে অবস্থিত। এই নদীতেই পাওয়া যায় দেশের একমাত্র ভিন্ন প্রজাতির মাছ-মহাশোল। এসব ছাড়াও এখানে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। এখানকার নৃ-গোষ্ঠীদের বৈচিত্র্যময় সংস্কৃতি, সোমেশ্বরীর সৌন্দর্য আর গারো পাহাড়ের অসাধারণ রূপ সৌন্দর্য পিপাসুদের মন কেড়ে নেয়। এসব নিয়েই ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে প্রচারিত ইত্যাদির নেত্রকোণা পর্বে একটি প্রতিবেদন করা হয়।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/tBaZZzUTWQI

___________________________________
Enjoy & stay connected with us!