কনটেন্ট যখন যাচ্ছে তাই | ইত্যাদি নেত্রকোণা পর্ব ২০২৩

ইউটিউব বিশ্বের সবচেয়ে বড় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে ভিডিও নির্মাতারা নির্দিষ্ট ভিউয়ের বিপরীতে নির্দিষ্ট অঙ্কের অর্থ আয় করেন। ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন সামাজিক মাধ্যমে ভিডিও বানিয়ে সফল হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক হলো দর্শক বান্ধব কনটেন্ট নির্মাণ এবং এর মার্কেটিং। তবে আজকাল অনেকেই দ্রুত টাকা কামানোর লোভে কিংবা রাতারাতি সেলিব্রেটি হওয়ার আশায় নিম্নমানের কুরুচিপূর্ণ ভিডিও বানাতেও দ্বিধাবোধ করেন না। যার যেমন ইচ্ছে ভিডিও বানিয়ে এসব প্ল্যাটফর্মে ছাড়ছে আবার এক শ্রেণির দর্শক এসব দেখছেও। এতে এসব কনটেন্ট নির্মাতারা ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে অর্থও পাচ্ছেন। কারণ ইউটিউব কর্তৃপক্ষ দেখে ভিউ। এসব জায়গায় মান নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা না থাকায় মানহীন কনটেন্টের কারণে যেমন আমাদের সংস্কৃতির ক্ষতি হচ্ছে, তেমনি অনেকেই বিভিন্নভাবে হচ্ছেন প্রতারিত। এই বিষয়ের উপরেই ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে প্রচারিত ইত্যাদির নেত্রকোনা পর্বে একটি নাট্যাংশ প্রচার করা হয়।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/tBaZZzUTWQI

___________________________________
Enjoy & stay connected with us!