চারিত্রিক সনদপত্র ও নাতির প্রশ্ন | ইত্যাদি অক্টোবর ১৯৯৬ পর্ব

স্কুলে ভর্তি হওয়া, চাকরি, ট্রেড লাইসেন্স, বা পাসপোর্ট; অনেক কিছুর আবেদনের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে অনেকেরই একটি চারিত্রিক সনদের প্রয়োজন হয়। এই চারিত্রিক সনদ হচ্ছে এমন একধরনের সার্টিফিকেট, যেখানে আপনার আচার-আচরণ কেমন, আপনি দেশের প্রতি কতটা সৎ-তার একটি প্রামাণ্য দলিল। আর এই দলিল হচ্ছে চারিত্রিক সনদ।
তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যাদেরকে এই সনদ দিচ্ছেন সে ব্যক্তিদের নিয়ে যিনি দিচ্ছেন তার কোনো ধারণাই থাকে না, আবার কিছু কিছু ক্ষেত্রে যিনি এই সনদ দিচ্ছেন তার ‘চরিত্র’ নিয়েও প্রশ্ন থেকে যায়। অনেকেই আবার এই সনদ নিতে গিয়ে বিভিন্ন ধরণের হয়রানির স্বীকার হচ্ছেন। তাই আজকাল অনেকেই চারিত্রিক সনদের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলছেন। এই একই প্রশ্ন তুলেছিলো ইত্যাদির নিয়মিত চরিত্র নাতিও, তবে সেটা বহু আগে-১৯৯৬ সালের অক্টোবর মাসে প্রচারিত ইত্যাদিতে।

___________________________________
Enjoy & stay connected with us!