ট্রেন যাত্রীদের কাছে ভয়াবহ আতঙ্ক | ইত্যাদি নেত্রকোণা পর্ব ২০২৩

আমরা যেমন আমাদের সমাজে সুশিক্ষায় শিক্ষিত হওয়া মানুষের মানবিক মূল্যবোধের দৃষ্টান্ত দেখি, আবার এর বিপরীতটাও চোখে পড়ে। চলন্ত ট্রেনে পাথর ও ধারালো অস্ত্র ছুড়ে অন্যকে নিহত ও আহত করার মত ভয়ংকর ঘটনাও ঘটছে। যা ট্রেন যাত্রীদের মধ্যে ভয়াবহ আতঙ্কের সৃষ্টি করেছে। এমন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এর আগেও একটি প্রতিবেদন প্রচার করেছিল ইত্যাদি। এবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে প্রচারিত ইত্যাদির নেত্রকোণা পর্বে তুলে ধরা হলো একটি সামাজিক সংগঠন রাদ ফাউন্ডেশন (‘Rad Foundation’ বা ‘রক্তদানে আমার দেশ’) এর কার্যক্রম। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের বিষয়ে মানুষকে সচেতন করে যাচ্ছে এই সংগঠনটি।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/tBaZZzUTWQI

___________________________________
Enjoy & stay connected with us!