আমি আগের ঠিকানায় আছি | মুরাদ ওয়াকিল খান | Ami Ager Thikanay Achi | ইত্যাদি অক্টোবর ১৯৯৬ পর্ব

১৯৯৬ সালের অক্টোবর মাসে প্রচারিত ‘ইত্যাদি’র মাধ্যমে প্রথমবারের মতো দর্শকদের সামনে আসেন শিল্পী মুরাদ ওয়াকিল খান। ‘আমি আগের ঠিকানায় আছি...’ গানটি ইত্যাদিতে প্রচারের পর ব্যাপক প্রশংসিত হয়। সে সময়ের তুমুল জনপ্রিয় এই গানটি এখনও অনেকের প্রিয় গানের তালিকায় আছে। যেটি আবারও শুনতে চেয়ে অনেকেই আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন বিভিন্ন মাধ্যমে। তাদের অনুরোধে গানটি দেয়া হলো।

গান: আমি আগের ঠিকানায় আছি।
কথা: মোশাররফ হোসেন
সংগীত পরিচালনা: আলী আকবর রুপু।
শিল্পী: মুরাদ ওয়াকিল খান।
মডেল: তানিয়া আহমেদ।

___________________________________
Enjoy & stay connected with us!