অ্যানিমেল ক্লিনিক | ইত্যাদি অক্টোবর ১৯৯৬ পর্ব

বর্তমানে আমাদের দেশে ঘরে ঘরে কুকুর, বিড়াল, কবুতরের পাশাপাশি খরগোশ, গিনিপিগ, বানর, কাঠবিড়ালি, ইঁদুর, এমনকি বিভিন্ন ধরনের পাখি পালন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে মাঝে মাঝে এসব পোষা প্রাণী নিয়ে অনেকেই অনেক ধরণের ঝামেলায় পড়েন। কারণ আমরা যেমন অসুস্থ হই, অসুস্থ হয় পোষ্যরাও। তখন ওদেরও প্রয়োজন হয় চিকিৎসা এবং আন্তরিক সেবা। কিন্তু এতদিন দেশে স্পেশালিস্ট পোষা প্রাণীর হাসপাতাল, পরিপূর্ণ চিকিৎসা বা অপারেশন করার আধুনিক ব্যবস্থা ছিলো না। যদিও ইদানিং পোষা প্রাণী প্রেমীদের এসব সমস্যা অনেকটাই দূর হয়েছে,- গড়ে উঠেছে পেট হসপিটাল, ক্লিনিক ও রিসার্চ সেন্টার। তবে এরও বহু আগে ১৯৯৬ সালের অক্টোবর মাসে প্রচারিত ইত্যাদিতে আমাদের দেশে পোষা প্রাণীদের চিকিৎসার জন্য হসপিটাল নির্মাণের প্রয়োজনীয়তাকে তুলে ধরে নেদারল্যান্ডসের আধুনিক ব্যবস্থা সম্বলিত পোষা প্রাণীর ক্লিনিকের উপর একটি প্রতিবেদন প্রচার করা হয়।


___________________________________
Enjoy & stay connected with us!