ইত্যাদির ক্যামেরায় দক্ষিণ কোরিয়ার গিয়ংবকগাং প্রাসাদ | Gyeongbokgung Palace | ইত্যাদি নেত্রকোণা পর্ব

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত গিয়ংবকগাং প্রাসাদ। ১৩৯৫ সালে জোসেন ডাইন্যাস্টির শাসনামলে এর মূল প্রাসাদটি তৈরি করা হয়েছিলো। ঐতিহ্য লালনে সচেষ্ট কোরিয়ানরা এখনও এই প্রাসাদের নিয়মিত পরিচর্যার মাধ্যমে একে অবিকৃত রাখার চেষ্টা করে যাচ্ছে এবং এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের কাছে তাদের ঐতিহ্যকে তুলে ধরছে। ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে প্রচারিত ইত্যাদির নেত্রকোণা পর্বে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত গিয়ংবকগাং প্রাসাদের উপর তথ্যবহুল একটি প্রতিবেদন ও এখানে ঘুরতে আসা পর্যটকদের সাথে কথোপকথন শুনে আপনার মনে একটিই প্রশ্ন জাগবে, আমরাও কি আমাদের প্রাচীন নিদর্শনগুলোকে এমন করে সাজাতে পারি না?

পুরো অনুষ্ঠান: https://youtu.be/tBaZZzUTWQI

___________________________________
Enjoy & stay connected with us!