অদ্ভুত এক ভোট ভিখারি ও মায়ের প্রতিবাদ | ইত্যাদি নেত্রকোণা পর্ব ২০২৩

আমাদের দেশে নানারকম পুরস্কারের প্রচলন রয়েছে। কীর্তিমানদের নানান কীর্তির স্বীকৃতি স্বরূপ এইসব পদক বা পুরস্কার প্রদান করা হয়। একসময় পুরস্কার ছিল সম্মানের, প্রেরণার। এখন সম্মানতো দূরের কথা কিছু কিছু পুরস্কারের মান নিয়েই উঠেছে নানান প্রশ্ন। আজকাল পুরস্কারের যে ধরণ-ধারণ দেখা যায়, বিশেষ করে যারা দেয় এবং যেভাবে দেয়, যাকে দেয় এবং যে কারণে দেয়- এসব দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে ‘এ কি করে পুরস্কার পায়?’ প্রশ্ন জেগেছে একজন পুরস্কার প্রার্থীর মায়ের মনেও, কারণ পুরস্কারটির জন্য সে ভিক্ষা চাইছে জনে জনে। তারপর কি ঘটলো সেখানে, চলুন দেখি এই নাট্যাংশে। নাট্যাংশটি প্রথম প্রচারিত হয় ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে প্রচারিত ইত্যাদির নেত্রকোনা পর্বে।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/tBaZZzUTWQI

___________________________________
Enjoy & stay connected with us!