কাঁঠালকান্ড | Goyenda golpo | Comedy | কিশোর গোয়েন্দা | বিচ্চু মহারাজ | গুপ্তধনের গল্প

Treasure Hunt | Sunday Suspense | কাঁঠালকান্ড | Goyenda golpo | Comedy | কিশোর গোয়েন্দা | গুপ্তধনের গল্প

কাঁঠালবেড়ে। নামটাই অদ্ভুত নাকি! তা হবেই তো, খুব একটা স্বাভাবিক নয়। অন্যান্য গাঁয়ে যেমন সারি সারি আজ জাম জামরুল গাছ থাকে এ গাঁয়ে সেই সব গাছের সাথে আছে কাঁঠাল গাছ। সারি সারি কাঁঠাল গাছ। এ গাঁয়ে এতো কাঁঠাল হয় যে প্রতি বছর প্রতিযোগিতা বসানো হয়। কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা।
আমাদের বিচ্চু মহারাজের বাড়ি এই গাঁয়েই। কি এই নামটাও কি একটু অদ্ভুত ঠেকছে? ঠেকারই কথা। এ তো আর যে সে মহারাজ নয় ইনি বিচ্চুদের মহারাজ। এমন কোনো বাচলামো নেই যাতে ইনি সিদ্ধহস্ত নন। আবার তার সাথে আছে ধুরন্ধর বুদ্ধি।
এবারেও কাঁঠালবেড়েতে প্রচুর কাঁঠাল হয়েছিল। কিন্তু এক রাতেই সব গাছের সব কাঁঠালি একেবারে উধাও। বুঝতেই পারছেন এ কোনো সাধারণ ব্যাপার নয়। বেজায় জটিল রহস্যময় ব্যাপার।
তা আমাদের বিচ্চু মহারাজ তো আবার রহস্যের গন্ধ পেলেই জুনিয়ার শার্লক হোমসে রূপান্তরিত হন। হয়ে ওঠেন বিচ্চু গোয়েন্দা। তা তিনি কি পারবেন এই রহস্যের পর্দা টেনে খুলে দিতে? আর সেই পর্দার পিছনে থাকা আসল রহস্যটাই বা কি?
জানতে হলে শুনতেই হবে বিচ্চু মহারাজের সমাধান করা প্রথম কেস "কাঁঠাল কান্ড"।

গল্পপাঠে - কুন্তল
বিভিন্ন চরিত্রে - মৈনাক, ঋদ্ধি, প্রীতম, বিপুল, আসঞ্জন, সৌরভ, বুবাই, সৌভিক, স্বপ্ননীল, পার্থ, সায়ন্তন
নাট্যরুপ - মৃত্তিকা
পরিচালনা এবং আবহ সৃষ্টিতে - বিপুল
পোস্টার আর্টিস্ট - ডিভাইন কমেডি
( Instagram : https://instagram.com/divine.comedy.designs?utm_medium=copy_link
Facebook :
https://www.facebook.com/divinecomedy.designs/ )

Our mail id - [email protected]

আমাদের ফেসবুক গ্রুপ -
https://www.facebook.com/groups/729108585194335/?ref=share_group_link

Treasure Hunt | Sunday Suspense | কাঁঠালকান্ড | Goyenda golpo | Comedy | কিশোর গোয়েন্দা | গুপ্তধনের গল্প
#