প্রহেলিকাময় ক্রমাদিত্য | Part 1 | ঐতিহাসিক গল্প | Historical Thriller | গুপ্ত সাম্রাজ্য | Suspense

প্রহেলিকাময় ক্রমাদিত্য | ঐতিহাসিক গল্প | Historical Thriller | গুপ্ত সাম্রাজ্য | Sunday Suspense

সম্মুখ সমরে দন্ডায়মান লক্ষ্যাধিক বিজাতীয় হুন সেনাদল। এদিকে ঘোড়ার পিঠে চেপে চলেছেন রাজকুমার স্কন্দগুপ্ত, হাতে শ্রী সমুদ্রগুপ্তের তরবারি। বিজয়ী হলে তিনি হুন দমনের কৃতিত্বে অমর হবেন ইতিহাসের পাতায় — পরাজিত হলে এই রনাঙ্গনেই তার মৃত্যু অনিবার্য।

একদিকে যুদ্ধের চিন্তা অপরদিকে মহিষাসুর বধের গুরুদায়িত্ব।
আচ্ছা, দিব্যনয়নী? তাকে কী স্কন্দগুপ্ত নিজের হৃদয় আলয়ে পাবে কোনদিন?

মায়ের শেষ ইচ্ছা, অজস্র প্রজার আকাঙ্খা, পূরন করতে পারবে সে?

ওকি? লোকটার কাঁধে ওটা একটা মৃতদেহ নয়? কিন্তু মৃতদেহটা কার?
এই সমস্ত কাহিনী নিয়েই আজ আমাদের নিবেদন সায়ন্তন পালের ঐতিহাসিক উপন্যাসিকা 'প্রহেলিকাময় ক্রমাদিত্য'।
গল্পটি আমরা শোনার সুবিধের জন্য দুটি পর্বে ভাগ করে নিয়েছি, প্রথম পর্ব আজ আসছে এবং অন্তিম পর্ব আসবে মঙ্গলবার ঠিক রাত ৯ টায়।

- সায়ন্তন পাল রচিত -
গল্প পাঠে - আসঞ্জন
বিভিন্ন চরিত্রে - শুভারুন, সুমন, ঋদ্ধি, দেবস্মিতা, সৌভিক, ইন্দ্রনীল, দিপম, রুভিনা, কৌশিক, অধ্যায়, সায়ন্তন, সায়ন্তন পাল, বুবাই, বিপুল, নীল, বুবাই, শুভজিৎ, বাল্মিকী, সৌরভ, পার্থ, অস্মিতা
পরিচালনা এবং আবহ সৃষ্টিতে - বিপুল
পোস্টার ডিজাইন - রৌম্যজিৎ

Our mail id - [email protected]
আমাদের ফেসবুক গ্রুপ -
https://www.facebook.com/groups/729108585194335/?ref=share_group_link

প্রহেলিকাময় ক্রমাদিত্য | ঐতিহাসিক গল্প | Historical Thriller | গুপ্ত সাম্রাজ্য | Sunday Suspense

#