তুষার মানবের খোঁজে | Adventure Thriller | দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার কাহিনী | অভিযান | Sunday Suspense

তুষার মানবের খোঁজে | Adventure Thriller | Ft. ‎@SAMAPANMISRA2398 | দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার কাহিনী | Sunday Suspense | Treasure Hunt | গুপ্তধনের সন্ধানে

ভারত সরকারের কাছে হঠাৎ একটা মেইল। তাতে একটা ভিডিও। দেশের পাঁচ ভি.ভি.আই.পি. বেশ কিছু কালো পোশাকধারীর কবলে। দেশের সেইসকল ভি.ভি.আই.পি. দের বাঁচাতেই দেশের সেনাবাহিনীর এক স্পেশাল টিমের যাত্রা চির তুষারাবৃত চিরসুন্দর কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে।
অন্যদিকে হারিয়ে গেছে সাঙের বন্ধু টিনটিন। সে যে কোথায় চলে গেছে কে জানে? তবে সাং জানে টিনটিন কোথায় যেতে পারে। সাংও বেড়িয়ে পড়েছে তার বন্ধুকে খুঁজতে।
কিন্তু ভি.ভি.আই.পি দের কিডন্যাপ করল কেন ওই কালো পোশাকধারীদের দল? ওরা কারা? কি ওদের চাহিদা? আমাদের দেশের স্পেশাল টিম কি পারবে তাঁদের ফিরিয়ে আনতে? সাঙের বন্ধু টিনটিনই বা গেল কোথায়? সাং কি তাকে খুঁজে পাবে? কি হবে সবশেষে?
এইসকল প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই শুনতে হবে শুধু গল্পের জন্য প্রোডাকশন নিবেদিত সাগর ঘোষের কলমে "তুষারমানবের খোঁজে" শুধুমাত্র শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। আমরা তো অবশ্যই থাকছি, যাচ্ছি হাড় কাঁপানো ঠান্ডা আর বরফে ঢাকা অপরূপ কাঞ্চনজঙ্ঘার দিকে। আপনারা থাকছেন তো! না থাকলে কিন্তু এমন একটা দুর্ধর্ষ অ্যাডভেঞ্চারের সু্যোগ মিস করবেন। তাহলে চলে আসুন শুনি নি।

কলমে - সাগর ঘোষ
গল্প পাঠে - আসঞ্জন
বিভিন্ন চরিত্রে - সমাপন, ইন্দ্রনীল, সুমন, কৌশিক, রিদ্ধি, বিপুল, প্রীতম, সম্রাট, সায়ন্তন পাল, রমাকান্ত,
পরিচালনা এবং আবহ সৃষ্টিতে - বিপুল
পোস্টার ডিজাইন - রৌম্যজিৎ হাজরা
মোশন - প্রমিত

Our mail id - [email protected]

লেখক সাগর ঘোষের কলমে সমস্ত গল্প -
https://www.youtube.com/playlist?list=PL_5SL-ZSRXPCig-m3pYEPnOH6Ihxe3evX

তুষার মানবের খোঁজে | Adventure Thriller | দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার কাহিনী | Sunday Suspense | Treasure Hunt | Rahasya Adventure | Tushar manaber khoje

#