শিকড় সন্ধানে আনোয়ারা - খুঁজে পান পরিবারকে | ইত্যাদি নীলফামারী পর্ব ২০১৮

৩০ শে মার্চ-২০১৮ সালে প্রচারিত ইত্যাদি’র ব্রাহ্মণবাড়িয়া পর্বে নেদারল্যান্ডসের নাগরিক আনোয়ারার উপর একটি প্রতিবেদন প্রচার করা হয়। যাকে আজ থেকে ৪০ বছর আগে ১৯৭৮ সালে ৫ বছর বয়সে টঙ্গীর কাছাকাছি একটি মাতৃসদন থেকে দত্তক হিসেবে নেদারল্যান্ডসে নিয়ে যাওয়া হয়। বড় হবার সাথে সাথে আনোয়ারা তার শিকড়ের টান অনুভব করতে থাকেন এবং বাবা-মা-ভাই-বোনের টানে বারবার ছুটে আসেন বাংলাদেশে। অনেক খোঁজাখুঁজি করেও প্রতিবারই ব্যর্থ হয়ে ফিরে যান আনোয়ারা। পত্রপত্রিকা, অনলাইনসহ নানান মাধ্যম ও বহু প্রতিষ্ঠানের সাহায্য নিয়ে দীর্ঘ কয়েক বছর খোঁজাখুঁজি শেষেও আনোয়ারা তার পরিবারকে না পেয়ে নানা সূত্র থেকে জানতে পারেন তাকে সহযোগিতা করতে পারে একমাত্র ইত্যাদি। দেরি না করে আনোয়ারা যোগাযোগ করেন ইত্যাদির সঙ্গে। ইত্যাদিতে আনোয়ারার উপর প্রতিবেদন প্রচারের পরদিন আনোয়ারার হারিয়ে যাওয়া স্বজনদের খোঁজ দিয়ে ফোন আসে ইত্যাদির ঠিকানায়। আনোয়ারার পরিবার খুঁজে পাবার উপর ২০১৮ সালের অক্টোবর মাসে প্রচারিত ইত্যাদির নীলফামারীর উত্তরা ইপিজেডে ধারণকৃত পর্বে একটি প্রতিবেদন প্রচার করা হয়।

ইত্যাদিতে আনোয়ারার উপর করা প্রথম প্রতিবেদন: https://youtu.be/pDu6dXRJ9bk
পুরো অনুষ্ঠান: https://youtu.be/K_mWVZYmkmE

___________________________________
Enjoy & stay connected with us!