Taalash Episode 243 || Promo || তালাশ পর্ব- ২৪৩ || গ্যাংস অব রিক্সা

ঢাকাকে বলা হতো রিক্সার নগরী।হতো কেন বললাম? ঢাকায় প্যাডেল চালিত রিক্সার সংখ্যা এখন হাতে গোনা।শুধু ঢাকায় নয় সারাদেশের রিক্সায় এখন বিদ্যুৎ চালিত মটর লেগেছে।হয়ে গেছে অটোরিক্সা। চালাতে কষ্ট কম, আয়ও বেশি।তাই অবৈধ এই বাহন বাড়েছে হু হু করে। পুরো দেশে এখন প্রায় ১৬ লাখ ব্যাটারি চালিত রিক্সা চলছে। যার অধিকাংশ চলে চোরাই বিদ্যুৎ দিয়ে। দেশে বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ এই রিক্সায় সড়ক দুর্ঘটনাতো নিয়মিত ঘটনা। তবুও চলছে নির্বিগ্নে। কারা করছে, কিভাবে করছে,কত টাকায় করছে তা নিয়ে এবারের তালাশ ‘গ্যাংস অব রিক্সা’।

। তালাশ । পর্ব- ২৪৩ । । শুক্রবার রাত ৯.৩০ মিনিট । । পুনঃপ্রচার : শনিবার সকাল: ১০.৩০ , দুপুর : ১.৩০। । ইনডিপেনডেন্ট টেলিভিশন ।