Taalash Episode 237 || Promo || তালাশ পর্ব- ২৩৭ || মর্গের আর্তনাদ

মৃত্যু, এর মত সত্যি আর কিছুই নেই। কিন্তু মৃত্যুর পর কি হয়? ধর্ম অনুযায়ী সৎকার অথবা দাফন। কিন্তু যাদের ভাগ্যে দুটোর কোনোটায় জোটে না! তাদের নিথর দেহ বছরের পর বছর পড়ে থাকে মর্গের হিম ঘরে। কেউ শোনে না তাদের বোবা আর্তনাদ। তারা কারা? তালাশের তথ্য বলছে, দেশের ৫ টি মর্গে ১১ জনেরও বেশি দেশী-বিদেশী নাগরিকের মরদেহ পড়ে আছে নানা আইনী জটিলতায়। বছরের পর বছর পার হলেও এসব লাশ নিতে আসেন না পরিবারের সদস্যরাও। কিন্তু মৃত্যুর পর এসব লাশের সাথে স্বজনদেরই বা কিসের দ্বন্দ্ব? সেই কারণ খোঁজার চেষ্টা করেছে তালাশ ।

। তালাশ ।
। বিষয় : মর্গের আর্তনাদ
। পর্ব- ২৩৭।
। শুক্রবার রাত ৯.৩০ মিনিট ।
। পুনঃপ্রচার : শনিবার সকাল: ১০.৩০, দুপুর : ১.৩০।
। ইনডিপেনডেন্ট টেলিভিশন ।

Taalash Episode 237 || Promo || তালাশ পর্ব- ২৩৭ || মর্গের আর্তনাদ