প্রেমতো চরের জমি নয় | কুমার বিশ্বজিৎ | Prem to Chorer Jomi Noy | ইত্যাদি অক্টোবর ১৯৯৬ পর্ব

ভালোবাসা এমন এক ধরনের আবেগ ও অনুভূতি, যা প্রতিটি মানুষ আলাদাভাবে অনুভব করে। কিন্তু কেউ কেউ ধরে নেয় আমি একজনকে যেভাবে ভালোবাসব, সেও আমাকে সেভাবেই ভালোবাসবে। তখনই তৈরি হয় বিরোধ। কারণ ভালোবাসার ক্ষেত্রে জোর-জবরদস্তি, প্রলোভন চলে না। ভালোবাসা পেতে হয় ভালোবাসা দিয়েই। আর এই বিষয়ের উপরেই বাংলাদেশের চিরসবুজ খ্যাতিমান সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ১৯৯৬ সালের অক্টোবর মাসে প্রচারিত ইত্যাদিতে গেয়েছেন একটি প্রেমের গান। যে গানটি সে সময় বেশ আলোড়ন তুলেছিলো। যে গানটির আবেদন এখনও লক্ষ্য করা যায়।

গান: প্রেমতো চরের জমি নয়...
কথা: লিটন অধিকারী রিন্টু
সুর: কুমার বিশ্বজিৎ
সংগীত পরিচালনা: আইয়ুব বাচ্চু।
কণ্ঠ: কুমার বিশ্বজিৎ
মডেল: পল্লব, আঁখি ও অন্যান্য।
পরিকল্পনা ও নির্দেশনা: হানিফ সংকেত।
নির্মাণ: ফাগুন অডিও ভিশন।

___________________________________
Enjoy & stay connected with us!