ইত্যাদি নেত্রকোণা পর্ব, পর্দার পেছনের গল্প | Behind the scenes | ইত্যাদি নেত্রকোণা পর্ব ২০২৩

ইত্যাদি নেত্রকোণা পর্ব, পর্দার পেছনের গল্প | Behind the scenes | ইত্যাদি নেত্রকোণা পর্ব ২০২৩

হাওর-বাঁওড় ও সমতলভূমির বৈচিত্র্যময় ভূ-প্রকৃতির একটি বিস্তীর্ণ জনপদ নেত্রকোণা। দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও জনগুরুত্বপূর্ণ স্থানগুলো সম্পর্কে জানতে এবং জানাতে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে এই নেত্রকোণা জেলার দুর্গাপুরের সাদা মাটির পাহাড়ের সামনে। অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে নৈসর্গিক শোভার লীলাভূমি নেত্রকোণার বিচিত্র সব রূপ। গত ১৩ সেপ্টেম্বর সবুজ বনানী, পাহাড় আর অসাধারণ নৈসর্গিক দৃশ্যের সাথে সঙ্গতি রেখে সাজানো মঞ্চে ধারণ করা হয় ইত্যাদির নেত্রকোণা পর্ব। আমন্ত্রিত দর্শক ছাড়াও প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ আশেপাশের পাহাড়, গাছ ও লেকের পাড়ে দাঁড়িয়ে ইত্যাদির ধারণ উপভোগ করেন। নেত্রকোণায় ধারণ করা ইত্যাদির পর্দার পেছনের গল্প নিয়েই সাজানো হয়েছে এই ভিডিওটি।

ইত্যাদির এই পর্বটি ২৯ সেপ্টেম্বর, শুক্রবার-রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ।

___________________________________
Enjoy & stay connected with us!