এক নজরে নীলফামারী | ইত্যাদি নীলফামারী পর্ব ২০১৮

নীলফামারী একটি প্রাচীন জনপদ। কৃষক বিদ্রোহ, নীল বিদ্রোহ, তেভাগা আন্দোলন, ৫২ এর ভাষা আন্দোলন ও ৭১ এর মুক্তিযুদ্ধ নীলফামারীর ইতিহাসে অন্যতম অধ্যায়। এ জেলার উত্তরা ইপিজেড এখানকার মানুষের কর্মসংস্থানে ও বৈদেশিক মুদ্রা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করছে। এক সময়ের মঙ্গা কবলিত, পিছিয়ে পড়া উত্তরের এই জনপদ এখন সকল সীমাবদ্ধতাকে পেছনে ফেলে হয়ে উঠেছে আলোকিত জনপদ। ২০১৮ সালের অক্টোবর মাসে প্রচারিত ইত্যাদির নীলফামারীর উত্তরা ইপিজেডে ধারণকৃত পর্বে এই জেলার উপর একটি তথ্যবহুল প্রতিবেদন প্রচার করা হয়।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/K_mWVZYmkmE

___________________________________
Enjoy & stay connected with us!