শিশুদের ইভেন্ট ম্যানেজমেন্ট | ইত্যাদি নীলফামারী পর্ব ২০১৮

একটি শিশু মানুষ হিসেবে কেমন হবে, তার অনেকখানি নির্ভর করে তাকে কোন পদ্ধতিতে লালন-পালন করা হচ্ছে তার ওপর। কিন্তু বর্তমানে যান্ত্রিক জীবনে অনেকেই সন্তানকে সেভাবে সময়ই দিতে পারেন না। সন্তান লালন-পালনের দায়িত্ব ছেড়ে দেন বাসার কাজের লোকের ওপর। ফলে শিশুরা কাজের লোকদের আচার-আচরণের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ছে। পাশাপাশি ফ্ল্যাট বাড়ির চার দেয়ালের ভেতর বন্দি থাকার কারণে বাহিরে গিয়ে খেলাধুলার পরিবর্তে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। এসব থেকে মুক্তি পেতে অনেক বাবা-মা’ই শিশুসন্তানদের লালন-পালনে ডে-কেয়ার সেন্টারের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এ সুযোগে অনেকে আবার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি খুলে বসেছে। তেমনি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির ক’জন প্রতিনিধিকে দেখা গেলো এক দম্পতির বাসায়। দেখা যাক এদের অফার শুনে তারা কতটা প্রভাবিত হন। নাট্যাংশটি প্রথম প্রচারিত হয় ২০১৮ সালের অক্টোবর মাসে প্রচারিত ইত্যাদির নীলফামারীর উত্তরা ইপিজেডে ধারণকৃত পর্বে।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/K_mWVZYmkmE

___________________________________
Enjoy & stay connected with us!