সংগীত সম্রাট প্রয়াত আব্বাসউদ্দীনের শ্বশুর বাড়ি | ইত্যাদি নীলফামারী পর্ব ২০১৮

উপমহাদেশের প্রবাদপ্রতিম লোকসংগীত শিল্পী আববাসউদ্দীন আহমদ, সুরেলা কণ্ঠের আশ্রয়ে যিনি আলোড়ন তুলেছিলেন শ্রোতার অন্তরে। আধুনিক, স্বদেশী, ইসলামী, পল্লিগীতি, উর্দুসহ সব গানই তিনি গেয়েছেন, কিন্তু পল্লিগীতিতেই তাঁর মৌলিকতা ও সাফল্য সবচেয়ে বেশি। তাঁর দরদি গলার কল্যাণে লোকগান গ্রামগঞ্জ ছাড়িয়ে বিশেষভাবে সমাদৃত হয়েছে শহুরে জীবনেও। তাঁর শ্বশুর বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলার চিকনমাটি গ্রামের ধ্বনিপাড়ায়। ২০১৮ সালের অক্টোবর মাসে প্রচারিত নীলফামারীর উত্তরা ইপিজেডে ধারণকৃত ইত্যাদিতে আববাসউদ্দীন আহমদ-এর স্মৃতি বিজড়িত শ্বশুর বাড়ির উপর একটি প্রতিবেদন করা হয়।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/K_mWVZYmkmE

___________________________________
Enjoy & stay connected with us!