কনটেন্ট ব্যবসায়ী ভাগ্নে ও মামার আপত্তি | ইত্যাদি নীলফামারী পর্ব ২০১৮

জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। সাধারণ ব্যবহারকারীরা যেমন এখানে তাদের পছন্দমত সব ভিডিও দেখতে পারছেন, তেমনি কনটেন্ট ক্রিয়েটরদের কাছে এটি একই সাথে অর্থ এবং যশ দুটোই লাভের অন্যতম মাধ্যম। তবে দ্রুত অর্থ কামানোর আশায় অনেকেই এখানে ভুল তথ্য পরিবেশন করে যেমন ভিডিও বানাচ্ছেন, তেমনি অনেক উদ্ভট ভিডিও তৈরি করেও এখানে ছাড়ছেন। যার প্রভাব পড়েছে ভাগ্নের ভাবনায়ও। তবে বরাবরের মতই ভাগ্নের এই ভাবনায় বাদ সেধেছে মামা। ভাগ্নের প্রতি মামার উপদেশ, ‘ফালতু জিনিসের পিছনে সময় নষ্ট না করে কিছু শিক্ষণীয় বিষয় আপলোড কর। আমাগো বিভিন্ন অনিয়ম, অসঙ্গতি তুইলা ধইরা মানুষরে সচেতন কর। দেখবি আস্তে আস্তে নিয়মিত অনিয়মগুলো নিয়মে পরিণত হবে।’ মামা-ভাগ্নের এই পর্বটি প্রথম প্রচারিত হয় ২০১৮ সালের অক্টোবর মাসে প্রচারিত নীলফামারীর উত্তরা ইপিজেডে ধারণকৃত ইত্যাদিতে।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/K_mWVZYmkmE

___________________________________
Enjoy & stay connected with us!