বিরক্তিকর ফোন সেবা | ইত্যাদি নীলফামারী পর্ব ২০১৮

আপনি যে টেলিকম প্রতিষ্ঠানের সিমই ব্যবহার করেন না কেন, প্রতিনিয়ত তারা তাদের বিভিন্ন অফার বা ক্যাম্পেইনের এসএমএস আপনাকে পাঠাবেই। কখনওবা কাস্টমার কেয়ার সার্ভিস, জীবন বীমা, ক্রেডিট কার্ড, বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানসহ নানা জায়গা থেকে ফোন কলও আসে। যা সাধারণত কাজের চাইতে অকাজেরই বেশি হয়। হয়তো আপনি কোন গুরুত্বপূর্ণ মিটিং বা কাজে আছেন কিংবা হাসপাতালে রোগী দেখতে গেছেন, ঘুমাচ্ছেন অথবা প্রার্থনায় আছেন তখন এসব প্রচারণামূলক এসএমএস বা ফোন কল আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আবার অনেক ক্ষেত্রে এসব অপ্রয়োজনীয় প্রমোশনাল এসএমএসের ভিড়ে গুরুত্বপূর্ণ মেসেজগুলোই হারিয়ে যায়। এসব নিয়ে টেলিকম সেবা গ্রহীতাদের প্রতিক্রিয়া কি তার উপরেই ২০১৮ সালের অক্টোবর মাসে প্রচারিত ইত্যাদির নীলফামারীর উত্তরা ইপিজেডে ধারণকৃত পর্বে একটি নাট্যাংশ প্রচারিত হয়।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/K_mWVZYmkmE

___________________________________
Enjoy & stay connected with us!